mail.google
রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ২৪ বিরঙ্গণার মধ্যে গত অর্থ বছরে ৬ বিরঙ্গণার মুক্তিযোদ্ধা সম্মাননা ভাতা চালু হয়েছে। ১৮ বিরঙ্গণার এখনও মুক্তিযোদ্ধা সম্মাননা ভাতা পায়নি। বছরের দিনগুলো তাদের কাটে খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে। গুরুত্বপূর্ণ উৎসব দিবসগুলো আসলে এদের চোখে মুখে ফুটে উঠে করুণ আর্তনাদের ছাপ। ঠিকমতো তারা দিনগুলো পালন করতে পারেনা। এ সব উৎসবের দিনগুলো গলায় কাঁটা বিধে যাওয়ার মতো অবস্থা হয় তাদের। দেখা হয় মকলেসা বিরঙ্গণার সাথে। করুণ সুরে গড়গড় করে বলতে থাকে বাবু এসব ঈদ আনন্দ কি আমাদের জন্য নয়। কবে আমরা সম্মানী ভাতা পাব যে কষ্টের দিনগুলো কাটবে। সরকারের প্রতি এদের আকুতি ১৮ বিরঙ্গণার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা চালু করে এদের অভিশপ্ত জীবন থেকে বাঁচাতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *