রাণীশংকৈল প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা ইউআইটিআরসিই কনফারেন্স রুমে ৬ই আগষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে মানব কল্যাণ পরিষদের ডায়ালগ মিটিং অনুষ্ঠিত হয়। উপজেলা সিএসও সভাপতি মোঃ সেতাউর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন প্রজেক্ট কো-অডিনেটর রাশেদুল আলম লিটন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের কর্মকান্ডের বিস্তারিত আলোচনা তুলে ধরেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার। এ সময় একাডেমিক সুপারভাইজার আল মামুন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, অফিস সহকারী এনামুল হক, এমকেপি’র ইনফরমেশন অফিসার রওশন আরা রোজি, ফিল্ড কো-অডিনেটর মুঞ্জুরুল তারেক, ফেসিলেটর শিরিন সুলতানা ও মনিরুজ্জামান পাইলট এবং উপজেলা সিএসও সদস্যরা উপস্থিত ছিলেন।