রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগওয়ের রাণীশংকৈল নেকমরদ ওরশ মেলার শুভ উদ্বোধন শনিবার সন্ধ্যায় করা হয়েছে। মাস ব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাও-৩ আসনের এমপি অধ্যাপক ইয়াসিন আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আইনুল হক মাষ্টার, জেলা জাপা সভাপতি এ্যাডভোকেট মো. আব্দুল করিম, রাণীশংকৈল প্রেস কাব সভাপতি মো. মোবারক আলী, থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম। নেকমরদ ইউনিয়ন আ’লীগ সম্পাদক মো. মিজানুর রহমান বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন মেলা পরিচালনা কমিটি ও অনুষ্ঠানের সভাপতি মো. এনামুল হক। পীরশাহ হযরত মো. নাসিরউদ্দিনের নাম অনুসারে এ মেলার নাম করন করা হয়।