রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গতকাল সোমবার( ৯ জানুয়ারি) সংগ্রামী ১২৭ জন সদস্যের মাঝে শীতবস্ত্র হিসাবে একটি করে কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে বিকালে পৌরশহরের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।
বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের ঠাকুরগাঁওয়ের যোনাল ম্যানেজার রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোনাল অডিট অফিসার আব্দুল আলীম মোল্লা, রাণীশংকৈল এরিয়া ম্যানেজার আব্দুল ওয়ারী,উপজেলা শাখা ব্যবস্থাপক আব্দুল বাতেন খন্দকার, গাজির হাট ডিগ্রি কলেজের প্রভাষক বিল্লাল হোসেন প্রমুখ।
বিতরণ কার্যক্রমে এ উপজেলার ১২ টি শাখায় গ্রামীণ ব্যাংকের নিজস্ব এবং তালিকাভুক্ত ১২৭ জন সংগ্রামী সদস্যের প্রত্যেককে শীতবস্ত্র হিসাবে একটি করে কম্বল দেয়া হয়।