রাণীশংকৈল প্রতিনিধিঃÑঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। আর ভোট পরিচালনার জন্য মোট ২৭টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার নিয়োগ নিয়ে স্বজনপ্রীতি,অর্থনৈতিক লেনদেন, প্রভাবশালীর সুপারিশসহ নানান অভিযোগ উঠেছে। এ বিষয়ে ৭জুলাই মুঠোফোনে তথ্য চাইলে উপজেলা নির্বাচন অফিসার তকদির আলী বলেন, আমার সম্পর্কে আগে জানেন, একটা লোক সম্পর্কে জানতে হবে তারপর বলতে হবে। সার্চিং করেন আগে সাচিং করবেন। শুনেন রানীশংকৈলে চাকরি করতে আসছি বলে এই নই যে বানে ভেসে আসছি। আগে জানবেন আমার সম্পর্কে, আমার বাড়ি দিনাজপুরে। দিনাজপুরের সব সাংবাদিক আমাকে চেনে তাদেরকে আমার নামটা একবার বলবেন । আমি কোন মাপের লোক কোথা থেকে আসছি, আমি কি করি জানতে পারবেন ঠিক আছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক, সরকারী চাকুরীজীবি বলেন, আমরা যোগাযোগ করেছিলাম দায়িত্ব পাই নি কারণ আমাদের আগেই অনেকেই যোগাযোগ করেছে। এক কথায় শীট বুক, আবার কেউ কোন প্রভাবশালীর সুপারিশ নিয়ে শীট বুক করেছে তাই আমরা সাধারন চাকুরীজীবিরা সিরিয়াল পাই নি। এদিকে ৩নং হোসেনগাঁও, ৫নং বাচোর ও ৮নং নন্দুয়ার ইউনিয়নে মোট ২৭টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার বেশিরভাগেই ব্যক্তিগতভাবে যোগাযোগ কেউ বা আবার প্রভাবশালীর সুপারিশ অথবা অর্থনৈতিক লেনদেনের মাধ্যমেই হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও নির্বাচন অফিস ঘোষনা দিয়েছিলো ৩টি ইউনিয়নের মধ্যে কেউ চাকরি করে তবে ঐ সমস্ত চাকরিজীবিকে নিয়োগ দেওয়া হবে না কিন্তু দেখা গেছে সে-ঘোষনার বাস্তবতা ভিন্নরুপ। রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে ৭জুলাই নির্বাচন পরিচালনায় নিয়োগ প্রাপ্ত ৫০৪ জন কর্মকর্তার প্রশিক্ষণ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *