রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে দুম্বার মাংস হরিলুটের অভিযোগ উঠেছে। দুস্থ ও এতিম মানুষের মুখের খাবার হরিলুট হওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার নামে ১০৪ কার্টুন দুম্বার মাংস বরাদ্দ হলে বৃহস্পতিবার তা থানায় এসে পৌঁছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের তালিকা অনুযায়ী বিতরণ করার থাকলেও বিতরণে নিয়ম ভঙ্গ করা হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন শিবদিঘি হাফেজিয়া মাদ্রাসার এতিম ও দুস্থরা এক টুকরো দুম্বার মাংস চোখে দেখতে পায়নি। পায়নি এলাকার আশপাশের গরীব অসহায় মানুষেরা। এসব মাংস চলে গেছে স্থানীয় এমপি, প্রেস ক্লাব, রাজনৈতিক ব্যক্তি, উপজেলা পরিষদের কর্তা বাবু, থানার বাবুদের কাছে। এ ব্যাপারে প্রকল্প কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন, আমরা নিয়ম মানার চেষ্টা করেছি তবে খুশি রাখার জন্য সবাইকে না দিলে হয়না।