রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে গত ১৫ ফেব্রুয়ারী ভোরের কাগজের রজতজয়ন্তীর ২৫ বছর পূর্তি উৎসব পৌর শহরে র্যালী শেষে প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনূষ্ঠিত হয়।
২৫ বছর পূর্তি আলোচনা সভায় প্রেস ক্লাব আহবায়ক বিজয় রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, সংবাদপত্র সমাজের প্রতিচ্ছবি, আমরা চাই সংবাদপত্রে আমাদের দৈনন্দিন জীবনের সব ছবি উঠে আসবে। তিনি আর ও বলেন সাংবাদিকরাও মানুষ অন্য মানুষের সাথে যেন তাদের বন্ধুত্ব রেখে সাহসী সাংবাদিকতার সাথে তাদের দায়িত্ব পালন করে। অনূষ্ঠানে বিশেষ অতিথি অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, শিক্ষকদের চেয়ে সাংবাদিকরা অনেক বেশি দায়িত্ব পালন করে যাচ্ছেন। অনূষ্ঠানে ভোরের কাগজ প্রতিনিধি মোবারক আলীর সঞ্চালনায় আর ও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, বিএনপি সম্পাদক আতাউর রহমান, আ’লীগ যুগ্ন সম্পাদক সাংবাদিক আনিসুর রহমান বাকি, সিনিয়র সাংবাদিক নূরুল হক, ভোরের কাগজের পাঠক প্রভাষক রেজাউল ইসলাম বাবু প্রমুখ। উপস্থিত ছিলেন আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, কৃষকলীগ সভাপতি মোশারফ হোসেন বুলু , স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মিরা।