রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা কনফারেন্স রুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ইউএনও আরো বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
অপরদিকে বিভিন্ন সাংবাদিকরা তাদের বক্তব্য সত্য ও তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশে নবাগত ইউএনও’র সহযোগিতা কামনা করেন। এ সময় পরিচিতি সভায় প্রেসক্লাব (পুরতনের) সভাপতি অধ্যাপক আনোয়ার ইসলাম,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক মো. বিপ্লব,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।