হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কনফারেন্স কক্ষে মঙ্গলবার
(২২ অক্টোবর)সন্ধ্যা সাড়ে সাত টায় ঠাকুরগাঁও নবাগত জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানার সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপজেলার দুটি প্রেসক্লাবের প্রায় ৪০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যসহ ইউএনও সভা সঞ্চালনা করেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন-
রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সাধারণ সম্পাদক মো.বিপ্লব,রাণীশংকৈল প্রেসক্লাব
(পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,
সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকী ও একে আজাদ, সাংবাদিক আবুল কালাম আজাদ,সোহরাব আলী,রফিকুল ইসলাম সুজন, আব্দুল্লাহ আল নোমান,
নাজমুল হোসেন প্রমূখ। সাংবাদিকরা তাদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সাংবাদিকদের বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক উল্লেখিত সমস্যা সমাধানের আশ্বাস দেন। সেইসাথে তিনি জেলার শিক্ষা-সংস্কৃতি, আইনশৃঙ্খলা, পরিবেশ,ভূমি ব্যবস্থার উন্নয়ন, ক্যাসিনো জুয়া প্রতিরোধসহ বন্যপ্রাণি সংরক্ষণে অগ্রাধিকার দিয়ে যথাসাধ্য পদক্ষেপ নেয়ার কথা বলেন। এসব ব্যাপারে
তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একইসাথে তিনি সাংবাদিকদের
তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং তাদের যথাসাধ্য সহযোগিতা করার কথা বলেন।