রাণীশংকৈল (ঠাকুরগাও) থেকে মোঃ আনোয়ার হোসেন জীবন ঃ ঠাকুরগাওয়ের স্বনামধন্য বিদ্যাপীঠ রাণীশংকৈল ডিগ্রী কলেজ। দশটি বিষয়ে অনার্স সহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থান। ১৯৭২ সালে প্রতিষ্ঠা অব্দি পড়ালেখাই বেশ সুনাম অর্জন করে আসছে। প্রয়োজনের তাগিদে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হয়েছে। কিন্তু চারু ও কারুকলা বিষয়ে নিবন্ধন ছাড়াই শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে সফিকুল ইসলাম শিল্পীকে । নিয়োগ কালে মোঃ ওবায়দুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন সভাপতি সাবেক এমপি মোঃ হাফিজউদ্দিন আহম্মেদ। ২০১০ সালে নিবন্ধন ছাড়াই নিয়োগ লাভের পর থেকে কলেজ ফান্ড থেকে টাকা উত্তোলন করে আসছেন শিক্ষক সফিকুল ইসলাম শিল্পী। বর্তমানে প্রতিমাসে ১২ হাজার টাকা কলেজ ফান্ড থেকে উত্তোলন করে সমুহ আর্থিকভাবে প্রাতিষ্ঠানিক ক্ষতি করে আসছে। বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।