রাণীশংকৈল প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাবের সহযোগিতায় পত্রিকা বিতরণ কারীরা পেল শীত বস্ত্র । গতকাল শনিবার আট জন পত্রিকা বিতরণ কারীরা হাতে এ শীত বস্ত্র তুলে দেয় প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকার ও প্রচার সম্পাদক বিজয় রায়। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকা এজেন্ট আবু সালেহ প্রেস ক্লাব সহ-সম্পাদক খুরশিদ আলম শাওন প্রমুখ।
প্রেস ক্লাবের সহায়তায় শীত বস্ত্র পেয়ে পত্রিকা বিতরণকারী হান্নান রুস্তম সাদ্দাম জবাইদুর উচ্ছাস প্রকাশ করে বলেন, আমরা খুব খুশি এ রকম কনকনে শীতে শীত বস্ত্র পেয়ে । তাছাড়াও আমরা যাদের জন্য পত্রিকা বিতরণকরী সেই সাংবাদিকদের সংগঠন প্রেস ক্লাব আমাদের এ সহায়তা করায় আমরা খুব আনন্দিত। এতে মনে হলো সাংবাদিকরা আমাদের কথা স্মরণ রাখে আমাদের সুখে দুঃখে থাকে ভবিষ্যৎ থাকবে এমন প্রত্যাশা করি।
প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকার বলেন, আমরা প্রেসক্লাব এলাকার কিছু ছিন্নমুল মানুষসহ পথে ঘাটে পড়ে থাকা মানসিক রোগী সম্পর্ূণ ব্যক্তিদের শীত বস্ত্র দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। এছাড়াও আমাদের প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মিদের পত্রিকা বিতরণ কারীদেরও শীত বস্ত্র দিয়ে সহযোগিতা করা হচ্ছে।