রাণীশংকৈল সংবাদদাতা:
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে এক মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে তালেবান (৫৫) কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ দুর্লভপুর এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সে মারা যায়। নিহত রফিকুল ইসলাম ওরফে তালেবান রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে।
পুলিশ জানায়, রবিবার ভোর রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ভরনিয়া দুর্লভপুর গেলে মাদক ব্যবসায়ি রফিকুল ইসলাম ওরফে তালেবানের লোকজন পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। পুলিশ নিজেদের রক্ষার জন্য পাল্টা গুলি ছোড়ে। এ সময় রফিকুল ইসলাম তালেবান নিহত হয়। চিহ্নীত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম’র নামে ২০টির উপরে মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে ।