রাণীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উত্তর আমেরিকা ঠাকুরগাঁও জেলা সমিতি প্রবাসীদের সহায়তায় ৫ শত শীত বস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে গরিব দুঃস্থ অসহায় ছিন্নমুল শীতার্ত মানুষদের মাঝে এ শীত বস্ত্র তুলে দেন সাবেক সংরক্ষিত সাংসদ সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম জানান,উত্তর আমেরিকায় আমার বড় বোন ও সাবেক সাংসদ লিটার ভাই বোনসহ স্থানীয় অনেকে বসবাস করে। তাদের অর্থায়ানে এই ৫শত শীত বস্ত্র আমরা শীতার্তদের মাঝে তুলে দিলাম।