রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে শনিবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। কর্মসূচী উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। ২৩-২৭ ফেব্রুয়ারী পর্যন্ত সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী শেষে উপজেলা সভাকক্ষ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৩০১ সাংসদ অধ্যাপিকা সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক মাষ্টার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমানের শুভেচ্ছা বক্তব্য রাখেন। দুগ্ধ খামার সমিতির সাধারণ সম্পাদক প্রাণ গোবিন্দ সাহা, ভেটেনারি কর্মকর্তা মদন কুমার রায় বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ভেটেনারী চিকিৎসক, ভেটেনারী ঔষধ বিক্রয় প্রতিষ্ঠান, খামার মালিক ও পশু পালন সহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।