রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমী পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন।
২১ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাঙ্গাটুঙ্গীর মাঠে পরিদর্শনে এসে ফুটবল একাডেমীর নারী ফুটবলারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে খেলাধুলার মান উন্নয়ন, শারীরিক ব্যায়াম সহ নানা ধরনের খেলাধুলা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমীর পরিচালক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম,কোচ গোলাম রব্বানী ছোটনের সফরসঙ্গী ফুটবল অনুরাগী ও পরিবেশবান্ধব হাফিজুল ইসলাম,সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনেই রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির সোহাগি কিস্কু,স্বপ্না রানী,কোহাতি কিস্কু,সাগরিকা আক্তার, বিথি মুরমু বিশ্বের বিভিন্ন দেশের মাঠে ফুটবল খেলায় অংশ নিয়ে সফলতা অর্জন করেই চলেছে।