রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুল প্রাঙ্গণে ১১ই জানুয়ারী বিনামুল্যে চক্ষু শিবির উদ্বোধন করেন ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আলমগীর সরকার, কমিশনার রুহুল আমিন, সেফাউর রহমান সেফা, ইসাহাক আলী, শিক্ষক শাহানশাহ আকবাল প্রমুখ। চিকিৎসা ও অপারেশন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুরের ডাঃ ওয়াহিদা বেগম’র নেতৃত্বে ৭ সাত সদস্য মেডিক্যাল টিম চক্ষু চিকিৎসা করেন। আন্ধেরী হিলফি বন্ জার্মানী’র অর্থায়নে রাণীশংকৈল পৌর মেয়র বিনামুল্যে এ চক্ষু শিবিরের আয়োজন করেন। চিকিৎসা সেবা নিতে আসা ৬০০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ৬০ জন রোগিকে বিনামুল্যে ছানি অপারেশন লেন্স লাগানোর জন্য বাছাই করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন