বিজয় রায়, রাণীশংকৈল প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা প্রশাসনের ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে
৯ ডিসেম্বর শনিবার সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রম বাস্তবায়ন ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক বনার্ঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে
উপস্থিত ছিলেন পৌর মেয়র মোস্তাফিজ রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, গোপন্দ্র নাথ বম্মন, মহিলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, মহিলা কাউন্সিল হালিমা আখতার ডলি, ইএসডিও ম্যানাজার খায়রুল আলম, মেহেবুবা আখতার স্নিগ্ধা, বিভিন্ন স্কুলের শিক্ষক / শিক্ষিকা ও ছাত্র,ছাত্রী
সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৫জন জয়ীতাকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে ইএসডিও ও ইডুকো বাংলাদেশের কিশোর কিশোরী ক্লাবের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট ও টি শার্ট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।