রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাও জেলার রাণীশংকৈল উপজেলায় মাদ্রাসা ভিত্তিক অবৈতনিকভাবে কুরআন শিক্ষা কার্যক্রম চলছে। উপজেলার ভবানন্দপুর গ্রামের মৃত নবীরউদ্দিনের ছেলে কামালউদ্দিন প্রতিটি গ্রামে ৩০ জন হত দরিদ্র মহিলাদের নিয়ে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কামালউদ্দিন একজন নি¤œ আয়ের মানুষ। কুরআনের আলো সমাজে পৌঁছে দেয়ার লক্ষ্যে নিজেকে উৎসর্গ করে দিতে চান তিনি। বিনামুল্যে কায়দা, আমপারা, কোরআন দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। কেউ যদি নিজ বাস ভবনে বসে কুরআনের জ্ঞান অর্জন করতে চান সেখানে গিয়েও তিনি কুরআন শিক্ষা পৌঁছে দিতে চান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন হাজী সাহেব মানুষ সহযোগিতা করে আসছেন। শিক্ষক ও প্রকল্প সচিব কামালউদ্দিন (শূন্য এক সাত পঁচ এক শূন্য শূন্য ছয় দুই সাত তিন) সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের সহযোগিতায় কুরআন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার দৃড় পত্যয় ব্যক্ত করেন। গন্ডগ্রামে সরজমিনে গিয়ে এ কর্মসূচীর কার্যক্রম দেখা গেছে। শিক্ষার্থীনি মোছাঃ ফাতেমা জানান, আমি একজন দুস্থ মানুষ স¤পূর্ণভাবে অবৈতনিক কুরআন শিক্ষা নিতে পারছি এতে আমার উপকার হচ্ছে। যারা কুরআন শিক্ষার কাজে সহযোাগিতা করছেন আল্লাহ যেন তাদের ভাল করেন।
শিক্ষক ও প্রকল্প সচিব কামালউদ্দিন জানান, একজন হাজি সাহেবের সহযোগিতায় স¤পূর্ণরুপে অবৈতনিক কুরআন শিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ কার্যক্রম অব্যাহত রাখতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে তবেই সম্ভব। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।