রাণীশংকৈল (ঠাকুরগাঁও ) সংবাদদাতা ঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কার্যালয়ে মানব কল্যাণ পরিষদের ত্রৈমাসিক কর্মসূচী অনুষ্ঠিত হয়। নেটস বাংলাদেশ কারিগরি সহযোগিতায় ও ইউরোপিয়ান ইউনিয়ান ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড’র আর্থিক সহযোগিতায় রাণীশংকৈল উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে উপজেলা সিএসও সদস্যরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধিত্ব করেন মোঃ ইউনুস আলী। মানব কল্যাণ পরিষদের প্রজেক্ট কো-অর্ডিনেটর রাসেদুল আলম লিটন, ফিল্ড কো-অর্ডিনেটর, এ্যাডভোকেন্সি অফিসার রওশন আরা, ফিল্ড ফেসিলেটর শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা সিএসও সভাপতি সাংবাদিক মোঃ সেতাউর রহমানের বক্তব্যের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *