রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১২ ডিসেম্বর)মাসব্যাপি ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাত ৮টায় মেলা অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা কমিটির সভাপতি, নেকমরদ ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আলহাজ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক।
বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল রানা, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বিপ্লব। এছাড়াও অনুষ্ঠানে মেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতা, ব্যবসায়ি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- অধ্যক্ষ হামিদুল হক বুলবুল, মেলা কমিটির সাবেক সম্পাদক মোহাম্মদ বিপ্লব, আ’লীগ নেতা শওকত আলী স্বপন প্রমুখ। বক্তার তাদের বক্তব্যে ঐতিহাসিক এ মেলা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রসঙ্গত, জেলা প্রশাসকের কাছ থেকে এ মেলা এক মাসের অনুমতি পেয়েছে মর্মে কমিটির সভাপতি জানান।