রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে সূর্য উদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি সম্মান জানিয়ে খুনিয়া দিঘী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এসময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্বর থেকে বিজয় রেলি হয়ে ডিগ্রি কলেজ মাঠে বিজয়ের মঞ্চে গিয়ে শেষ হয়। ৯টায় নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,ওসি এস এম জাহিদ ইকবাল আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে পুলিশ প্রসাশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে।
দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্বর্ধনা শেষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। সন্ধ্যায় স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।