রাণীশংকৈল প্রতিনিধি ঃ রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা বাঁশবাড়ি নামক স্থানে একটি মিনিবাস নিয়ন্ত্রন হারিয়ে কাঁঠাল গাছের সাথে ধাক্কা লেগে ২৪ আগষ্ঠ বুধবার পরীক্ষার্থী – শিশুকন্যা সহ ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদশী ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার বলিদ্বারা বাঁশবাড়ি নামক স্থানে শামিম এন্টার প্রাইজ ( টাঙ্গাইল ব-৩২১) বাসটি ৩ জন শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে কাঁঠাল গাছের সাথে ধাক্কা লাগে। এসময় রাস্তার পাশের পথচারীসহ বাসের মধ্যে থাকা যাত্রীরা গুরুতর আঘাত প্রাপ্ত হয়। আহতদের মধ্যে ৯ জন ডিগ্রী ১ম বর্ষের পরীক্ষার্থী ছিল এছাড়াও গুরুতর জখম হয়ে রাণীশংকৈল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন হরিপুর উপজেলার নুরজাহান (৫০), মিরা (২৮), ডিগ্রী পরীক্ষার্থী আদূরী (২৪), হাবিবুর (২৬), জাকির (২৫), জরিনা (২৪), বেলাল (২০), শারমিন (২২)।
রাণীশকৈলের সিদ্দিকা (১০) আশংঙ্কা জনক অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে। এদিকে রাণীশংকৈল ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রের ৯ জন পরীক্ষার্থী গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষা দিচ্ছেন বলে কেন্দ্র সচিব তাজুল ইসলাম জানান।