রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে বই বিতরণে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সারাদেশে একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ করা হয়। ঠিক সেই মুহুর্তে উপজেলার ৩৭ নং উত্তরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও সহকারী শিক্ষিকা ফেরদৌসি আক্তার শিক্ষার্থীদের বই দেওয়ার সময় শিক্ষার্থীদের কাছ থেকে ৭০-১০০ টাকা আদায় করে। এ নিয়ে অভিভাবক মহল ও এলাকাবাসি এর প্রতিবাদ করে এবং শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে। কিন্তু ঘটনার পক্ষকাল পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা না নেওয়ায় ম্যানেজিং কমিটির লোকজন ও অভিভাবকরা হতাশ হয়ে পড়েছে। এ ব্যাপারে উত্তরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী বলেন, মা সমাবেশে ঘরের ফ্যান কেনার জন্য টাকা চাওয়া হয়েছিল এজন্য তারা বই বিতরণের দিন টাকার বিষয়ে অভিযোগ করেছে এবং এর তদন্ত হয়েছে এর রিপোট এখনো পায়নি।
এ প্রসঙ্গে শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন চৌধুরী বলেন, আমি স্থানীয় ভাবে বিষয়টি শুনে তদন্ত করেছি, টাকা নেওয়ার বিষয়টির সত্যতা রয়েছে। তবে শিক্ষার্থীর মায়েরা সেচ্ছায় নাকি বই বিতরণের দিন টাকা দিতে চেয়েছে। এ পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেওয়া হয়নি। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা মনে হয় শুনেননি তিনি শুনে যা সিদ্ধান্ত দিবে তাই করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন