রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা মোহনা টেলিভিশন প্রতিনিধি মোঃ ফারুক আহম্মেদের পুকুরে ১৪ই জানুয়ারী রাতের আধারে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এব্যাপারে একই গ্রামের মো: হানিফ (৩৫), মো: সাদেকুল (৩২), মো: আশরাফুল (৩০), সর্ব পিতা- মৃত: কান্দু মোহাম্মদ, সর্বসাং- ভন্ডগ্রাম (বড়পাড়া), থানা- রাণীশংকৈল, জেলা- ঠাকুরগাঁওগণের বিরুদ্ধে ১৫ই জানুয়ারী রাতে রাণীশংকৈল থানায় একটি অভিযোগ করা হয়েছে। জেএলনং- ৯, খতিয়ান নং ৩৭, দাগ নং ৯৫৪, পরিমান সাড়ে ১১ শতক (পুকুর) জমাজমি ফারুক আহম্মেদ পৈত্রিক সূত্রে মালিক প্রাপ্ত হইয়া দীর্ঘদিন যাবৎ ভোগদখল ও মাছ চাষাবাদ করিতেছে। অভিযোগ সুত্রমতে পুকুরে বিষ প্রয়োগ করিয়া অনুমান ৩ লক্ষ টাকার মাছ ক্ষতি সাধন করা হয়েছে।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলু বলেন, পুকুরে বিষ প্রয়োগে মাছ মারার বিষয়টি সত্যতা মিলেছে। তবে স্থাণীয় ইউপি সদস্যর মাধ্যমে আপোষ মিমাংসার ব্যাপারে বলা হয়েছে।