রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ শিক্ষার পাশাপাশি ক্রীড়া হোক জাতির অহংকার শ্লোগানকে সামনে রেখে সরকারের যুগান্তকারী পদক্ষেপ আজ প্রশংসনীয় হয়ে উঠেছে। ধারাবাহিকতায় ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি মিনি ষ্টেডিয়াম নির্মানের কার্যক্রম হাতে নিয়েছেন বর্তমান সরকার। রাণীশংকৈল কেন্দ্রীয় মাঠে এটি নির্মান করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকর মোঃ নাহিদ হাসান জানান। প্রাথমিক পর্যায়ে ৪১ লক্ষ টাকা ব্যায় নির্ধরণ করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এসএস ইঞ্জিনিয়ারিং এর স্বত্তাধিকারী মোঃ তারেক হাসান জানান খুব দ্রুত রাণীশংকৈল উপজেলার মিনি ষ্টেডিয়ামের নির্মান কাজ হাতে নেওয়া হবে। জেলার মধ্যে এটি সর্ব প্রথম নির্মাান করাা হবে আর তা আগামী সপ্তাহেই উদ্বোধন করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সরকারের এ মহৎ পদক্ষেপের প্রশংসা করেন সর্বস্তরের মানুষ।