রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে শনিবার বিকালে এসিআই রিপার ও মিনি কম্বাইন হারভেষ্টার মেমিনের সাহায্যে গম কাটাই মাড়াইয়ের এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এসিআই’র আয়োজনে মাঠ দিবস কর্মসূচীতে সেলস অব ডিরেক্টর মোঃ আযম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।। অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন সেলস ম্যানেজার শামীম আহম্মেদ, রিজিওনাল ইনচার্জ মোহাম্মদ রাশেদ, টেরিটর ইনচার্জ মোঃ মামুন, বিজনেস ডেভলপমেন্ট অফিসার দেহলবি রেজা, সার্ভিসিং ইঞ্জিনিয়ার নরেন্দ্রনাথ, ঠাকুরগাও জেলা পরিবেশক ফয়জুল ইসলাম প্রমুখ। এ সময় এলাকার কৃষক, সাংবাদিক সুধিমহল উপস্থিত ছিলেন। হারভেষ্টার মেশিনের সাহায্যে গম কাটা-মাড়াই প্রদর্শণী অনুষ্ঠিত হয়।