রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ডায়াবেটিস মোড় থেকে বুধবার সন্ধ্যায় ৭০ পিস ফেন্সিডিলসহ আয়েশা (২৭) কে আটক করেছেন থানা পুলিশ। থানা সুত্রমতে, আয়েশা হরিপুর কাঠালডাঙ্গী হয়ে অটোচার্জার যোগে ফেন্সিডিলসহ রাণীশংকৈল আসার পথে থানা পুলিশের এসআই আজগর অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার সময় তাকে আটক করে থানায় নিয়ে যান। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চোরাচালান বিরোধী মামলা দায়ের করা হয়। সোহানা আক্তার ওরফে সাথি ওরফে আয়েশা নারায়নগঞ্জ সদরের মোঃ মামুনের স্ত্রী।