রাণীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগায়ের রাণীশংকৈল উপজেলার রানীসাগর রামরায় নেচার পার্কের লিচু বাগানের ইজারাদার বিপাকে পড়েছেন। সম্প্রতি এ উপজেলায় কাল বৈশাখী ঝড়ে গাছের সমস্ত লিচু নষ্ট হওয়ায় এমন পরিস্থিতির শিকার হয়েছে ইজারাদারের। এ পার্কে প্রায় দুই হাজার লিচু গাছ রয়েছে। এ গাছগুলোর ফল প্রশাসন টেন্ডারের মাধ্যমে ইজারা দিয়ে থাকেন। গত বছরে ৩ বছরের জন্য প্রায় ১০ লক্ষ টাকায় ইজারা নিয়েছেন মনিরুল আলম নামে একজন লিচু ব্যবসায়ী। গত মৌসুমে ফলন তেমন একটা সুবিধা জনক হয়নি। তবে চলতি মৌসুমে ভাল ফলন হয়েছিল। তাতে আর স্বস্তি মিলেনি কাল বৈশাখীর ঝড়ের শিলা বৃষ্টি তছনছ করে দিয়েছে রামরায় নেচার পার্কের লিচু বাগানের চেহারা। একদিকে গাছপালা ভেঙ্গে গেছে। অপরদিকে শিলার আঘাতে লিচু শুন্য হয়ে পড়েছে পুরো বাগান। মাথায় হাত পড়েছে ইজারাদার মনিরুল আলমের। চোখে মুখে হতাশার ছাপ যেন বিচলিত করে তুলেছে তাকে। এব্যাপারে ইজাহাদার মনিরুল জানান, লিচু গাছগুলো টেন্ডারের মাধ্যমে নিয়ে প্রথম বছর তেমন একটা লাভ করতে পারি নি। কারণ গাছগুলোর পরিচর্য্যায় আমার ব্যাপক খরচ হয়েছে। চলতি মৌসুমে ফলন ভাল হওয়ায় গতবারের লোকসান পুষিয়ে নিবো এমন স্বপ্ন ছিল। কিন্তু ১৫ মে হঠাৎ কাল বৈশাখী ঝড়ে সব লন্ডভন্ড হয়ে গেল। শিলার আঘাতে সমস্ত গাছের লিচু ঝরে ফল শুন্য হয়ে পড়েছে। তিনি আরো জানান আমি কি করে এবার সরকারের সাথে চুক্তিকৃত টাকা পরিশোধ করবো বুঝতে পারছিনা। এমনিতেই লিচুর বাগানে কীটনাশক আর পরিচর্য্যায় তিন লক্ষাধিক টাকা খরচ হয়েছে। সে টাকাই এখনও লোকসানে আছি আবার প্রশাসনের সাথে চুক্তিকৃত টাকা পরিশোধ করা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বসতভিটা বিক্রি করা ছাড়া আমি চুক্তিকৃত টাকা বোধায় দিতে পারবো না।