চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রানীরন্দরের শিবিরের সাবেক সভাপতি মো: আসাদুলাআল-গালিফ কে আটক করছে পোশক ধারী কিছু পুলিশ ।প্রত্যেক্ষর্দশী, তার বাবা মো:মকবুল হোসেনর দাবী, কিছু পোশাক ধারী পুলিশ ঘুমন্ত অবস্থায় আমার ছেলেকে নিয়ে যায়।ঘটনা নিশ্চিতে স্থানীয় লোকজন এর সাথে কথা বললে তারাও এ কথা বলেন ।শুক্রবার রাত ৩ টায় নশরতপুর ইউনিয়ানের রানীরবন্দর জামাতের আমীর মকবুল হোসেনের পূএ আসাদুলাআল-গালিফ কে (২৪) রানীরবন্দর নিজ বাসা থেকে আটক করা হয় ।
এ ব্যাপারে, চিরিরবন্দর থানার ওসির মো: আনিছুর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন ,আমি এই বিষয়ে কিছু জানি না । পরর্বতীতে ঘটনা নিশ্চিতে আবারও যোগাযোগ করলে তিনি আর ফোন রিসিফ করে নি ।