রানীশংকৈল প্রতিনিধিঃ-
ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলার রাতোর ইউপি’র ভেলাই গ্রামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্বার করেছে থানা পুলিশ । বিষয়টি অত্যন্ত রহস্য জনক বলে মনে করছেন এলাকাবাসী । এলাকাবাসী সুত্রে জানা যায়,ভেলাই গ্রামের তোফাজ্জল হোসেন চৌধুরীরর কন্যা মুক্তা চৌধুরী পীরগঞ্জ সরকারী কলেজের ২য় বর্ষের ছাত্রী গত শনিবার সে পরীক্ষা দিতে বাড়ী থেকে বের হয়ে যায়। সকাল বিকাল পরীক্ষা ছিলো তার। সে ঐ দিন পরীক্ষা দিয়ে আর বাড়ীতে আসেনি। পরের দিন সকালে গ্রামের লোকজন জমির মাঠে ঘাস কাটতে গিয়ে দেখে মৃত মানুষ পড়ে রয়েছে সে মানুষটি আর কেই নই। তাদের গ্রামের পরীক্ষা দিতে যাওয়া অর্নাসের ছাত্রী মুক্তা চৌধুরী। তাৎক্ষনিকভাবে মুক্তার পরিবার ও থানা পুলিশকে খবর দেয় জমির মাঠে মৃত লাশটি পরে থাকতে দেখা প্রত্যক্ষদশী। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্বার করে ময়না তদন্তের জন্য জেলা সদর ঠাকুরগায়ে পাঠান। এ রিপোট লেখা পর্যন্ত রহস্য জনক এ হত্যার কারণ সমন্ধে কোন সন্দেহ জনক তথ্যও উদঘাটন করতে পারেনি থানা পুলিশ।
থানা অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।