রাণীশংকৈল ( ঠাকুরগাও ) থেকে বিজয় রায় ঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ দূর্লভপুর গ্রামের পাট চাষী ইলিয়াস আলী দেশের সোনালি আশ নতুন জাতের ভিক্তি পাট চাষ করে মুনাফা অর্জন করে ।
জানাযায়, কৃষকদের পাট চাষে আগ্রহ বাড়াতে সরকার উপজেলা পর্যায়ে পাট কর্মকর্তা নিয়োগ করে। এ উপজেলার নেকমরদ গ্রামে এক পাট চাষী এবার নতুন জাতের (দেখতে মরিচের মতো) ভিক্তি পাট বীজ ১ বিঘা জমিতে প্রর্দশনী করেছে । এ প্রসঙ্গে চাষী ইলিয়াস আলী বলেন চলতি মৌসুমে এবার ৩ একর জমিতে পাট চাষ করা হবে। পাট কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বলেন, পাট চাষের জন্য সরকারী ভাবে কৃষকদের প্রশিক্ষন দিয়ে বিনামূল্যে বীজ সরবরাহ করা হয়। কৃষকদের পাট চাষে আগ্রহ বাড়াতে উঠান বৈঠক, সভা, সেমিনা করা হচ্ছে।