মো:পেয়ার আলী (ঠাকুরগাঁও প্রতিনিধি)ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় এক প্রতিবন্ধী পরিবারের বেহাল-দশা, দেখার কেউ নেই (সোমবার)সরেজমিনে গিয়ে দেখা যায়, রানীশংকৈল উপজেলার ৫ নং বাচোর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ডামকাটলি গ্রামের মো:সইফুল ইসলাম(৫৫) জন্মগত প্রতিবন্ধি | প্রতিবন্ধী হওয়া সত্বেও পাচ্ছে না এখনও প্রতিবন্ধী ভাতা, রাজমিস্ত্রী লেভারের কাজ জানলেও কেউ নিচ্ছেন না তাকে কাজে | ফলে রাজমিস্ত্রী সংগঠন থেকেও তাকে কোন সাহায্য সহযোগিতা দেয়া হচ্ছে না | কোভিড–১৯ মহামারীর কারনে প্রতিবন্ধী পরিবারটির বেহাল দশায় এগিয়ে আসছে না কেউ | ৫নং বাচোর ইউনিয়ন চেয়ারম্যানের কাছে ২ মাস্ক ধরণা দেওয়ার পরও কোন আশ্বাস পাননি প্রতিবন্ধী পরিবারের উপার্জনকারী ব্যক্তি মো সইফুল ইসলাম স্ত্রী | উপায় না পেয়ে সইফুলের স্ত্রী মোছা:হাফেজা বেগম (৪০) ভাটায় দিনমজুরে কাজ করে প্রতিবন্ধী স্বামী এবং সন্তানকে নিয়ে কষ্টে পরিবার চালাচ্ছেন | প্রতিবন্ধী পরিবারটি আবেগ কন্ঠে বলেন সরকারি সাহায্য সহযোগিতা পেলে আমাদের পরিবারটি স্বচ্ছলতা ফিরে আসতো |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *