রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গত ১৮ নভেম্বর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
ক্রীড়াই হোক মাদক নিরাময়ের অন্যতম হাতিয়ার এ শ্লোগানকে সামনে রেখে নেকমরদের সকল শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, ব্যাবসায়িদের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী। সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র শাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, গেষ্ঠ অব অনার সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের, প্রধান শিক্ষক মমতাজ বেগম মিরা, ইউপি চেয়ারম্যান এনামুল হক, ইউনিয়ন আ’লীগ সম্পাদক মিজানুর রহমান। উদ্বোধনী খেলায় রংপুর জয় স্পোটিং ক্লাব ০১ গোলে রানীশংকৈল আলী আকবর এমপি ক্রীড়া একাডেমিকে পরাজিত করে।