রানীশংকৈল প্রতিনিধিঃ
ঠাকুরগঁাওয়ের রানীশংকৈল উপজেলার ৩নং হোসেনগঁাও ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মোরদিঘী ডায়বেটিস মোড়ে দুইটি পর্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ইউপি বিএনপির সভাপতি মমতাজ আলী মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি আইনুল হক মাষ্টার। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক শাহাদাত হোসেন পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী উপজেলা মহিলা দলের সভাপতি মুনিরা বিশ্বাস বিএনপি নেতা পান্না বিশ্বাসসহ মহিলা নেত্রী মনোয়ারা বেগম প্রমূখ। সভা পরিচালনা করেন ইউপি বিএনপি সম্পাদক আজগর আলী।
২য় পর্বে সভাপতি সম্পাদক নির্বাচনের জন্য প্রার্থীদের নাম চাই উপজেলার নেতারা। তাতে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের বিপরীতে কোন প্রার্থী না থাকায় সভাপতি হিসাবে মমতাজ আলী মাষ্টার ও সাধারণ সম্পাদক হিসাবে আজগর আলী নির্বাচিত হন।