হুমায়ুন কবির,রানীশংকৈল(ঠাকুরগাঁও) “শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য ‌র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বিশ্ব শিক্ষক দিবস আয়োজক কমিটির আয়োজনে ডিগ্রি কলেজ হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
মাধ্যমিক শিক্ষা অফিসার ও আয়োজক কমিটির সদস্য সচিব তোবারক হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, রাণীশংকৈল আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা,সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার,সহকারী উপজেলা শিক্ষা অফিসার সীমান্ত বসাক, অধ্যক্ষ আনোয়ারুল হক, অধ্যাপক শাহাজাহান আলী,অধ্যাপক প্রশান্ত বসাক,প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি সদস্য প্রধান শিক্ষক ইয়াকুব আলী, দৈনিক কালবেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির। আরো বক্তব্য দেন, প্রধান শিক্ষক সালাউদ্দিন আহম্মেদ,বাবর আলী,
ফেরদৌস আলম মানিক,সহকারী শিক্ষক তহিদুল ইসলাম ও রেজাউল করিম প্রমুখ। এছাড়াও র‍্যালি ও আলোচনা সভায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ স্তরের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বর্তমান শিক্ষা ব্যবস্থার বৈষম্যসহ তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *