রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ভান্ডারা সরকারী প্রাঃবিদ্যালয় হল রুমে গতকাল ২২জুলাই সাংবাদিক,প্রধান শিক্ষকদের ও সুশিল সমাজের সাথে বৃক্ষ রোপন কর্মসুচির বিষয়ক মত বিনিময় সভা অনূষ্ঠিত হয়। সরঃ প্রাঃ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও সুশিল সমাজের সাথে বৃক্ষ রোপন কর্মসুচির মত বিনিময় সভায় বাবু গোপেন্দ্র নাথ বম্মন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাবু ধনেস্বাম সহকারী উপজেলা শিক্ষা অফিসার , বিশেষ অতিথি মন্জুর আলম সহকারী উপজেলা শিক্ষা অফিসার ,সাংবাদিক আনোয়ার হোসেন জীবন , স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা ফরিদা ইয়ামিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনরা ।উক্ত সভায় প্রধান অতিথি প্রত্যেকে বিদ্যালয়ের প্রধানকে একটি করে মেহগনি গাছের চারা বিতরন করেন এবং আগামী কাল জাতীয় বৃক্ষ রোপন কর্মসুচির অংশ হিসাবে প্রত্যেক শিক্ষক কে একটি করে চারা রোপন করবেন ।