পেয়ার আলী ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার আমজুয়ান গ্রামে প্রতিবন্ধী কার্ডের জন্য দুই হাজার টাকা চাদা চাচ্ছেন ৫ নং বাচোর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার ফারুক হোসেন | প্রতিবন্ধী সইফুলের তথ্য মতে জানা যায় ~~~দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যখন কেউ তার দিকে সুনজরে ভ্রুক্ষেপ করেনি | তখন তিনি উপায় না পেয়ে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলিগ সভাপতি সাদেক কুরাইশির কাছে যান এবং তিনি তার কষ্টের কথাগুলো অনুধাবন করে রানীশংকৈল সমাজসেবা বরাবর পত্র লিখে দেন এবং সেই পত্র অনুযায়ী কার্ডটির কাগজ পত্রাদি হয় | কিন্তু কাগজ পত্রাদি নিজে না করেও বারংবার প্রতিবন্ধী সইফুলকে ২ হাজার টাকার চাপ দিতেই আছেন | প্রতিবন্ধী সইফুল যেখানে সংসার চালাতে অক্ষম সেখানে মেম্বার কোন বিবেকে টাকা চাচ্ছেন কোন আইনে বা ধারায় হেরেসমেন্ট করছেন তা জানতে চেয়েছেন সমাজসেবা কর্তৃপক্ষের কাছে