রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসন ও ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে গত ১১ জুলাই সন্ত্রাস জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী র্যালী ও আলোচনা সভা অনূষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আইনুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সহকারি কমিশনার ভূমি মাসফাকুর রহমান,,পৌর মেয়র আলমগীর সরকার,ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, আ’লীগ নেতা আনিসুর রহমান বাকি, প্রধান শিক্ষক মমতাজ বেগম মিরা, গোপেন্দ্র নাথ বর্ম্মন, ইসলামি ফাউন্ডেশনের কেয়ার টেকার আমিরুল ইসলাম প্রমুখ।