রাণীশংকৈল ( ঠাকুরগাও ) থেকে বিজয় রায় ॥ ঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় গত ১৭ ফেব্রুয়ারী ২৫ টি হাট বাজার ইজারা সিন্ডিকেটে দাখিল কর হয়। ২৫ ফেব্রুয়ারী বন্দোবস্থ কমিটি সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত করে বন্দোবস্থ দেয়। এ নিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে।
জানাযায়, উপজেলার ২৫ টি হাট বাজার ১৭ ফেব্রুয়ারী ১ বছর মেয়াদে ইজারা বন্দোবস্থের জন্য দরপত্র আহবান করা হয়। হাট ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে গত বছরের তুলনায় কম রেট দিয়ে দরপত্র দাখিল। গত বছরে কাতিহার হাট ১ কোটি ২ লক্ষ ৫৫ হাজার টাকায় ইজারা দেওয়া হলেও এবার ১৪২৩ বাংলা সনে সিন্ডিকেটে এস এম রাজা দর দাখিল করে ৭৬ লক্ষ ১১ হাজার টাকা । নেকমরদ হাট গত বছর ১ কোটি ১১ লক্ষ ১১ হাজার ১শত ১১ টাকা ইজারা দেওয়া হলেও এবার সে হাট তোজামুল হক দর দাখিল করে ৯০ লক্ষ ১৫ হাজার টাকা। নিম্ন দর দেওয়া হলেও দরপত্র কমিটি সরকারের রাজস্ব আয় না দেখে ইচ্ছা মাফিক হাট বাজার গুলি বন্দোবস্থ দেয়। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। এ প্রসঙ্গে হাটবাজার মূল্যায়ন কমিটির সদস্য উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম বলেন এ ব্যাপারে আমি কিছু জানি না কারন হাটের ফইলগুলি ইউএন ও সাহেবের দপ্তর দেখে। এব্যাপারে হাট বাজার মূল্যায়ন কমিটির আহবায়ক উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানর বলেন, ৩ বছরের গড় মূল্যে অনূযায়ী বন্দোবন্থ দেওয়া হয়েছে। সরকার গত বছরের তুলনায় এবার রাজস্ব আয় থেকে বঞ্চিত প্রসঙ্গে তিনি বলেন, গত বছর বেশি রেট দিয়ে হাট কিনে ইজাদারেরা লোকসানে পড়েছে তাই তাদের দিকে ও মূল্যায়ন করা হয়েছে। এ প্রসঙ্গে সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা বলেন, সরকারের নিয়ম অনুযায়ী দর দাখিল হয়েছে কিনা সে বিষয়টি দরপত্র মূল্যায়ন কমিটি দেখে বন্দোবন্থ দেবেন।