রাণীশংকৈল ( ঠাকুরগাও ) থেকে বিজয় রায় ঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কোচল বাজারের সামনে স্কুল মাঠে ১৬জানুয়ারী ৪নং লেহেম্বা ও ৭নং হাজিপুর ইউনিয়ানের যৌথ উদ্দেগে এক বিশাল সনাতন ধর্ম সভা অনুষ্টিত হয় । সভায় বাবু ভুপাল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবু বিমল কুমার মিত্র কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু শ্যামল কুমার রায় চাকী বিশেষ অতিথি ছিলেন কেশব শর্ম্মা সভাপতি ঠাকুরগাঁও ভক্ত মিশন খোকন সরকার রাণীশনকৈল ভক্ত মিশন বক্তারা সনাতন ধর্মালম্মীদের ধর্মের প্রতি শ্রদ্ধাও শান্তি কামনা করেন এর পরে শুভেচ্ছা বিনিময় করেন সাইফুল ইসলাম ও সিদ্দিকুর রহমান চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন পরিমল রায় ও পলাশ রায় পরিশেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করেন