রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় হিসাব রক্ষক কর্মকর্তার পদটি দীর্ঘ দিন যাবৎ শূন্য রয়েছে। বিল উত্তোলন করতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও ঠিকাদাররা হয়রানির স্বীকার হচ্ছে।
খোঁজ নিয়ে জানাযায়, রাণীশংকৈল উপজেলায় হিসাব রক্ষক কর্মকর্তার পদটি প্রায় ২ বছর যাবৎ শূন্য রয়েছে। ফলে পীরগঞ্জ উপজেলার হিসাব রক্ষক কর্মকর্তা আব্দুল কাইয়ুম কে এ উপজেলায় সপ্তাহে ২ দিন রবিবার ও বুধবার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এরপর ও তিনি অফিস ফাঁকি দিয়ে চলছেন। এতে এ উপজেলায় বিল উত্তোলন করতে আসা সরকারি কর্মকর্তা, ঠিকাদার, অবসর প্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারা হয়রানির স্বীকার হচ্ছেন। গত ১৭ সেপ্টেম্বর অফিসে গিয়ে দেখাযায় হিসাব রক্ষক কর্মকর্তা অফিসে আসেননি। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক অফিস সহকারি জানান, সাংবাদিক ভাই এ অফিসের কি যন্ত্রনা আপনি বুঝবেন না একেইতো কর্মকর্তা নেই তারপর আবার অফিস ফাঁকি। বিল পাশ করতে গেলে দিতে হয় পিসি (ঘুষ) না হলে ফাইল নড়েনা নানা অজুহাত দেখায় আমাদেরকে, এরপর বাৎসরিক অডিট হলে সব দপ্তরকে দিতে হয় অডিট খরচ না হলে অডিট অপত্তি দেয় তারা । এদিকে ঠিকাদারদের ও একই অভিযোগ। এ প্রসঙ্গে উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা আব্দুল কাইয়ুম কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রানীশংকৈলে রবি ও বুধ ২ দিন অফিস, আজ রবিবার কেন আসেননি এ প্রশ্নের জবাবে বলেন কাজ থাকলে অফিস সহকারিরা আমাকে কল করে ডাকবেন তা হলে সেখানে যাবো। এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, হিসাব রক্ষক কর্মকর্তা দপ্তরটি আমার অধীনে নেই এটি ডিও সাহেব জানেন। বিষয়টি নিয়ে কথা হয় জেলা হিসাব রক্ষক কর্মকর্তা (ডিও) সাব্বির ইসলামের সাথে তিনি বলেন, রংপুর বিভাগে হিসাব রক্ষক কর্মকর্তা পদে জনবল সংকট থাকার কারনে অনেক অনিয়মকে নিয়মে পরিণত করেছে তারা। আজ রবিবার তিনি কেন অফিসে যাননি এ বিষয়ে আমি কাইয়ুম সাহেবের সাথে কথা বলবো। তা ছাড়া এ বিষয়ে আপনি রংপুর বিভাগ কর্মকর্তার সাথে কথা বলেন।