রাণীশংকৈল (ঠাকুরগাঁও)সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে গত ২৮ মার্চ ৪ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পূরস্কার বিতরণ ও আলোচনা সভা অনূষ্ঠিত হয়।
অনূষ্ঠানে অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গর্ভনিং বডির সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, গেষ্ঠ অব অনার সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সম্পাদক তাজউদ্দীন, বিএনপি সম্পাদক আতাউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যাক্ষ জামাল উদ্দীন,গর্ভনিং বডির সদস্য জমিরুল ইসলাম, শাহরিয়ার আজম মুন্না, দাতা সদস্য মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সেফালি বেগম, আবু তাহের, প্রভাষক সফিকুল আলম, আশরাফ আলী প্রমুখ। শেষে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পূরস্কার বিতরণ করা হয়।