বিজয় রায় রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলেকুলিক নদীতে গোসল করতে গিয়ে এক সেনা সদস্যর মৃত্যু হয়েছে।গতকাল শনিবার ১৮জুলাই দুপুরে, স্থানীয় সুত্রে জানাযায় দক্ষিন শালবাড়ির ( ভান্ডারা) সাবেকসেনা সদস্য মস্তফার ছেলে বর্তমান সেনাবাহিনীতে কর্মরত আশিক মাহামুদ(২০) ৬জন বন্ধু মিলে বাড়ির পাশের কুলিক নদীতে গোসল করার সময় হটাৎ পানির নিচেতলিয়ে যায় অনেক খোজাখুজি করেও না পেয়ে রানীশংকৈল ফায়ার সার্ভিস সহ বাড়িরলোকজন কে খবর দিলে স্থানীয়রা সেখানে গিয়ে এক ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে২ঃ১০ মিনিটে আশিককে উদ্ধার করতে সক্ষম হয়। যানা যায় আশিক দুই বছর আগেসেনাবাহিনীর চাকরিতে যোগদান করেন। তিনি কিছুদিন আগে এক মাসের ছুটি নিয়েগ্রামের বাড়িতে আসেন।