রাণীশংকৈল,( ঠাকুরগাও) সংবাদাদাতা ঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ও মলানী সীমান্তে নাগর নদীতে গোসল করতে গিয়ে গত ১৬ সেপ্টেম্বর এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
জানাযায়, রানীশংকৈল পৌর শহরের ভোলা, ফজলু সহ ৩ বন্ধু ভারতের নাগর নদীতে গোসল করতে যায় । এসময় পানির স্রোতে ভান্ডারা গ্রামের আলতাফের পুত্র মোঃ মানিক (৩৫) কে তলিয়ে নিয়ে গেলে তাকে খুজে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে মানিকের পরিবার জানান, রংপুরের ডুবুরী দল উদ্ধার কাজে ধর্মগড় সীমান্তে আসছে।