মোঃ হাসান আলী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার চকনূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
হয়েছে।
২০২৩ সালে সিরাজগঞ্জ জেলা শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে নাম অর্জন করেন চকনূর সরকারি প্রাথমিক বিদ্যালয়
সোমবার ( ১ জানুয়ারি) সকাল ১২ টার দিকে অত্র বিদ্যালয়ে প্রাঙ্গণে বিদ্যালয়ে এই বই বিতরণের উৎসবের আয়োজন করা হয়।
৯নং পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মুজামেল হকে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম ( নান্নু) সম্মানিত বিশেষ অতিথি রায়গঞ্জ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন
এসময়ে প্রধান অতিথি বলেন, সারাদেশের মত এই প্রতিষ্ঠানেও উৎসবমুখর পরিবেশে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এই মহৎ উদ্দেশ্য নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।
পঞ্চম শ্রেণী শিক্ষার্থী মোছাঃ ফাতেমা খাতুন বলেন, আমরা বছরের প্রথম দিনেই সরকার আমাদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেন তাতে আমরা খুব খুশি ও আনন্দিত। বর্তমান প্রধানন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনিকে অনেক অনেক ধন্যাবাদ জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী পারভীন বলে ২০২৩ সালে সিরাজগঞ্জ জেলা শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে নাম অর্জন সহ আমাদের চকনূর সঃ প্রাঃ বিদ্যালয়ে অনেক সুনাম রয়েছে।
এসময় সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান, শিক্ষিকা মোছাঃ শাহিমা আক্তার, মোছাঃ লাভলী খাতুন, মোছাঃ মঞ্জুয়ারা বাণী , মোছাঃ মুন্নি খাতুন সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।