নিজস্ব প্রতিনিধিঃ
আসছে ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রার্থী ও ভোটারদের মাঝ উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন ওয়ার্ডে চলছে ব্যাপক প্রচার প্রচারণা।
এরই ধারাবাহিকতায় ০৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জানে আলম খান জনির প্রচার মিছিলে বিপুল পরিমাণে নারী পুরুষের সমাগম ঘটে। এ সময় জনির সমর্থকরা পাড়ায় পাড়ায় ঘুড়ি প্রতীকের পক্ষে ভোট চান।
শুক্রবার (৯ জুন) বিকাল সাড়ে ৪ টায় রাজশাহী মহানগরীর সিএনবি মোড় থেকে এই প্রচার মিছিল শুরু হয়। মিছিলে কয়েক হাজার নারী পুরুষ অংশ গ্রহন করেন।
কাউন্সিলর প্রার্থী মো: জানে আলম খান জনি রাজশাহীতে সমাজসেবক নামে পরিচিত। তিনি তার বিভিন্ন উন্ন্য়নমূলক কাজের জন্য ৮নং ওয়ার্ডের ভোটারদের নিকট ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।
নির্বাচন সম্পর্কে জনি বলেন- আমি নির্বাচিত হলে ওয়ার্ডে নতুন মাত্রা যোগ হবে। আমার ওয়ার্ডের বেকার যুবকদের মানব সম্পদে রুপান্তরিত করবো। বর্তমান কাউন্সিলরের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো।
ওয়ার্ডবাসীর মনের মধ্যমনি হিসেবে পরিচিত এই জনপ্রিয় ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী’র প্রচার মিছিলে জনতার ঢল নামে। প্রচার মিছিলে অংশ নেওয়া নারী পুরুষ স্লোগানে স্লোগানে কাউন্সিলর প্রার্থী জনির নানা প্রসংশায় পঞ্চমুখ ছিলো। সসাধারণ মানুষের আশা কাউন্সিলর প্রার্থী জনির উন্নয়নের “ঘুড়ি প্রতীক” বিজয়ী হবে।
প্রচার মিছিলটি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক ও পাড়া মহল্লা প্রদক্ষিণ শেষে টিচার্স ট্রেনিং কলেজমাঠে এসে শেষ হয়।
ওয়ার্ডবাসী এ সময় অপর প্রার্থীদের বিষয়ে বলেন, তাঁরা ওয়ার্ডবাসীকে নিয়ে প্রচার মিছিল করতে অক্ষম। তাই অন্য প্রার্থীরা বহিরাগত মানুষ নিয়ে প্রচার মিছিল করছেন। তাদের জনপ্রিয়তা এখন শূন্যের কোটায়। আজ এসে দেখে যান ওয়ার্ডবাসী কার মিছিল করছেন। জানে আলম জনি গতবার মাত্র তিন ভোটে হেরে যান। এবার তার জয় নিশ্চিত বলে উল্লেখ করেন মিছিলে অংশ নেওয়া আমজনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *