নাগেশ্বরী প্রতিনিধিঃ ফ্রান্সে মহানবী (সা:) কে নিয়ে অবমাননা ব্যাঙ্গচিত্র প্রদর্শনী, মুসলিম নির্যাতন এবং বাংলাদেশের কিছু মিডিয়াতে ইসলামী সংস্কৃতি নিয়ে বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। আজ শুক্রবার বাদ জুম্মা (৩০ অক্টোবর) ৩টায় নাগেশ্বরী বাজার মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ মোড় দিয়ে বাসস্টান্ড এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী জাতীয় ওলামা আইম্মা মাশায়েখ ও কাওমী ওলামা মাশায়েখ পরিষদ। এ সময় বক্তারা ফ্রান্স সরকারের সহযোগিতায় বাক স্বাধীনতার নামে বহুল সমালোচিত ম্যাগাজিন শার্লি এবদো কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সা:)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রচার করায় ফ্রান্সকে বয়কট সহ ফ্রান্সের সকল পণ্য বর্জন করার আহবান জানায়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় কাওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় ওলামা আইম্মা মাশায়েখ পরিষদের সহ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।