কবি -মোঃ আমির হোসেন
মিশে যেতে ইচ্ছে করে
প্রকৃতির ঐ মাঝে
আমায় কেবল উদাস করে
প্রকৃতির ঐ সাজে।
চোখ জুড়ানো, মন মাতানো
রূপের ডালি মেলে
হারিয়ে যেতে ইচ্ছে করে
প্রকৃতির ঐ কোলে।
রূপের সুধা পান করে যাই
যখন দেখি তারে
যতই দেখি ততই আমার
মনটা নাহি ভরে।
সবুজ ঘেরা বন বনানী
পাহাড় ঘেরা গাঁ
সাগর নদী বিল ঝিলের যে
নেই যে তুলনা।
ফসলভরা মাঠের ডালি
মনমাতানো সুর
দেখে দেখে যায় কেটে যায়
সকাল দুপুর।
যতই দেখি সাধ মিটেনা
ফিরে ফিরে চায়
হিয়ার মাঝে কাপন জাগে
ভুলে থাকা দায়
উদাস করা বাঁশির সুরে
পাগল করা মন
হৃদয় মাঝে খুশির জোয়ার
নাচে তনু মন।