হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে দুটি আত্মহত্যার ঘটনা এবং একটি দুর্ঘটনা। নিহতরা হলেন জিহাদ মিয়া (১০), আরিফুর ইসলাম (৩৮) ও শহিমন বিগম (৬০)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ স্লুইচ গেট এলাকায় ঔষধ কোম্পানীর গাড়ীর চাপায় জিহাদ মারা যায়। সে ওই এলাকার জিয়া রহমানের ছেলে। একই দিনে উপজেলার বন্দবের ইউনিয়নের চর টাপুরচর জামাই পাড়া এলাকায় স্ত্রীর সাথে অভিমান করে আরিফুর ইসলাম নামে এক যুবক আত্মহত্যা করে। অপরদিকে যাদুরচর ইউনিয়নের খেয়ারচর চরপাড়া এলাকায় শহিমন বেগম নামে এক বৃদ্ধা মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ওই এলাকার শহিদ মিয়ার স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপকুমার সরকার জানান, নিহতের পরিবার থেকে কোন াভিযোগ না থাকায় তাদেরকে পারিবারিকভাবে দাফন করা হয়েছে। এদিকে দুর্ঘটনাকৃত গাড়ীর চালক ও গাড়িটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
#