রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
একটি অসহায় পরিবারকে ভিটা ছাড়া করতে ভাড়াটিয়া গু-া দিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে ধান-চাল টাকা-পয়সা হাড়ি-পাতিল আসবাবপত্রসহ সর্বস্ব। এসময় নারী শিশুসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। থানা পুলিশ মামলা না নেয়ায় অবশেষে কুড়িগ্রাম আদালতের দ্বারস্থ হতে হয়েছে ওই অসহায় পরিবারটিকে। রৌমারী উপজেলার শৌলমারী গ্রামের ঘটনা এটি।
গত বৃহস্পতিবার ওই গ্রামে গিয়ে দেখা যায় ৩টি ঘরের একটিও রক্ষা পায়নি প্রভাবশালীদের ভাড়াটিয়া গু-াদের আগুন থেকে। পুরো বাড়িটি যেন শ্বশ্মানে পরিণত হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে দেয়া হয়েছে ঘরের টিনের বেড়া। কেটে ফেলা হয়েছে বিভিন্ন প্রকারের ফলের গাছ। তাদের তা-বে ভিত হয়ে পড়ে আশপাশের মানুষ।
বাড়ির মালিক করিম শহিদ অভিযোগ করে বলেন, ওই গ্রামের প্রভাবশালী ফুল মিয়াদের অর্ধশত ভাড়া করা গু-া দিনে দুপুরে একযোগে হামলা চালায় আমার বাড়িতে। সবকিছু লুটপাটের পর পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় নারী ও শিশুদের চিৎকারে ভারি হয়ে ওঠে আশপাশের পরিবেশ। পিটিয়ে আহত করা হয় বাড়িতে অবস্থান করা সকলকে। একপর্যায়ে গ্রামবাসীরা ছুটে আসলে পালিয়ে যায় গু-া বাহিনী। ততক্ষণে সব শেষ হয়ে গেছে। পুড়ে গেছে সব কিছু। থানায় মামলা দিতে গেলে মামলা নেয়নি পুলিশ। পরে ২৭ জনকে আসামী করে আদালতে মামলা করেছি।
কেন মামলা নেন নি এমন প্রশ্নে জবাবে রৌমারী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ওরা থানায় আসে নি। কোন অভিযোগও দেয়নি তাহলে কিভাবে মামলা নেব?